শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে এপেক্স ক্লাব অব কুমিল্লা

ডেঙ্গু প্রতিরোধে এপেক্স ক্লাব অব কুমিল্লা

 

কুমিল্লার কান্দিরপাড়ে বুধবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ করেছে এপেক্স ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মজিব রহমান, এপেক্স ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট এপে. শাহাজাদা এমরান, এপে. মাইজুদ্দিন আহমেদ, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে. মাহমুদুল হাসান পাশা, এপে. ওয়ালিউল্লাহ রিপন, এপে. অ্যাডভোকেট খোরশেদ আলম, এপেক্স ক্লাব অব রুহিতগিরির (ইউসি) সভাপতি এপে. জহিরুল ইসলাম, এপেক্স ক্লাব অব কুমিল্লার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শাহরিয়ার জামান, সেক্রেটারি এপে. অ্যাডভোকেট মোহাম্মদ আলী টিপু, সার্ভিস ডিরেক্টর এপে. অ্যাডভোকেট মাহবুবুল হক, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মো. আব্বাস উদ্দিন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আরিফুল ইসলাম, সেক্রেটারি এপে. কেফায়েত উল্লাহ, এপেক্স ক্লাব অব রুহিতগিরির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মো. জামাল হোসেন পলাশ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মনিরুল ইসলাম টিপু, এপে. এজহারুল হক মিজান, সার্জেন্ট অ্যাট আর্মস এপে. হান্নান ভূঁইয়া, সার্ভিস ডিরেক্টর এপে. মিজানুর রহমান, পাবলিক স্পিকিং ডিরেক্টর এপে. মাঈন উদ্দিন প্রমুখ।

সিভিল সার্জন ডা. মো. মজিব রহমান বলেন, ডেঙ্গু একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা থেকে রেহাই পেতে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগ প্রশংসনীয়। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: