রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শিক্ষার্থীদের গুজবে কান না দেয়ার আহবান

শিক্ষার্থীদের গুজবে কান না দেয়ার আহবান

 

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছেন ওসি মো. আবু বকর মিয়া।

সোমবার সকালে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে এ আহবান জানান তিনি।ওসি আবু বকর বলেন, এক শ্রেণির মানুষ ছেলেধরা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ ধরনের গুজবে কেউ কান দেবেন না। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশকে জানান। আইন নিজের হাতে তুলে নেবেন না। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজ, বেগম রাবেয়া আহমেদ, সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ শ্রমিক কলেজ, জামালপুর কলেজ, আজমতপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ওসি আবু বকর।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: