শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চা বাগানে মিলল বিরল মাকড়সা, দেখতে মানুষের মুখমণ্ডলের মতো!

চা বাগানে মিলল বিরল মাকড়সা, দেখতে মানুষের মুখমণ্ডলের মতো!

সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির পদ্মছড়া চা বাগানের একটি বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির ক্রেব স্পাইডার মাকড়সা। মাকড়সাটি দেখতে অবিকল মানুষের মুখমণ্ডলের মতো।

জানা যায়, উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্ধছড়া চা বাগানের শ্রমিক লাইনে বুলবুল আহমেদের বাড়িতে শনিবার রাতে মাকড়সাটি দেখতে পান বাড়ির মালিক বুলবুল আহমেদ। পরে মাকড়সাটিকে ধরে একটি কৌটাতে সংরক্ষণ করে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলকে খবর দেন।

রোববার বিকেলে বাড়ির মালিক বুলবুল আহমেদ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানালে তারা বিরল প্রজাতির মাকড়সা দেখে বন্যপ্রাণী বিভাগে মাকড়সার ছবি পাঠিয়ে দেন।

শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মাকড়সাটির নাম হচ্ছে ক্রেব স্পাইডার। এটি বাংলাদের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিচরণ রয়েছে। মাকড়সাটিকে কোনো গাছের ডালে উন্মুক্ত করে দেয়ার কথা বলেন তিনি।

ওই দিন বিকেলে বুলবুল আহমেদ ও তার মা জয়গুন বেগম বিরল মাকড়সাটিকে কাঁঠাল গাছে উন্মুক্ত করেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: