শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কোটচাঁদপুরে জৈব সার ব্যবহারে শিমের বাম্পার ফলন

কোটচাঁদপুরে জৈব সার ব্যবহারে শিমের বাম্পার ফলন

জৈব সার ব্যবহার করে ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রীস্মকালীন শিমের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার শিম যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে ভালো দাম পাওয়ায় স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণসহ সব ধরণের সহায়তা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুকূল আবহাওয়া ও উর্বর মাটি হওয়ায় ঝিনাইদহে বিপুল পরিমাণে বিভিন্ন ধরণের সবজির চাষ হয়। অন্যান্য ফসলের পাশাপাশি অর্গানিক উপায়ে গ্রীস্মকালীন শিম চাষে ঝুঁকে পড়েছেন এখানকার কৃষকরা। ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয় ১ বিঘা জমিতে শিম চাষে। আর প্রতি কেজি শিম বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০টাকায়। ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা।

ঝিনাইদহের কোটচাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে জৈব সার ব্যবহার করে অর্গানিক পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ চলছে। ফলে এখানকার উৎপাদিত শিমের চাহিদা রয়েছে দেশের বিভিন্ন বাজারে। এবছর জৈব সার দিয়ে কোটচাঁদপুরে প্রায় ৫০ হেক্টর জমিতে গ্রীস্মকালীন শিম চাষ হয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: