মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৪৩ লাখ টাকায় বিক্রি হলো ৭ ফুটে এই মাছ, জানা গেল কতো ওজোন ছিলো

৪৩ লাখ টাকায় বিক্রি হলো ৭ ফুটে এই মাছ, জানা গেল কতো ওজোন ছিলো

এক মাছে জেলে বদলে দিলো জীবন। রাতা রাতি বনে গেল লাখ পতি। আসলে এমন ঘটনা বিরল। মানুষের ভাগ্য এভাবে বদলে যায় সেটা কল্পনারও উর্ধে। সম্প্রতি সুন্দরবনের কাপুর নদীতে একটি বিশাল মাছ ধরা পড়েছে। মাছটি তেলিয়া ভোলা প্রজাতির।

রবিবার জানিয়েছে যে গোসাবার সোনাগাঁও গ্রামের 5 জন জেলে কাপুরা নদীতে তাদের জাল ফেলে এই দৈত্যাকার মাছটি ধরেছিল। মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম।

মাছটি নিলামের জন্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারি মাছ বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে মাছ বিক্রি হয় ৩৭ লাখ ৪৪ হাজার টাকায়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা।

আড়তদার প্রভাত মন্ডল জানান, এত বড় তেলিয়া ভোলা এর আগে কখনো ক্যানিং বাজারে আসেনি। জেলেরা জানান, তেলিয়া ভোলার শরীরের বিভিন্ন অংশের ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে কদর রয়েছে।

মাছটি পাওয়ার পরে লোকালয়ে নিয়ে আসেন ওই জেলে। বিভিন্ন এলাকাথেকে ওই মাছটিকে দেখতে জনসাধারনের উচ্ছে পড়া ভিড় লক্ষ করা যায়। অনেকে মাছটি সম্পর্কে জানিয়েছেন, টিভিতে এত বড় মাছ দেখেছি, আজ নিজ চোখে দেখলাম, খুব ভালো লেগেছে।

আলোকিত সিরাজগঞ্জ