মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ঝড়ের সাথে শিলা বৃষ্টি এক নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ঝড়ের সাথে শিলা বৃষ্টি এক নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ঝড়ের মধ্যে পাতা কুড়ানোর সময় গাছের ডাল ভেঙ্গে মাথার ওপর পড়ে সুফিয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঝড়ের সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। সুফিয়া খাতুন সয়বাদা ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, প্রতিদিনই কিছু নারী ইকোপার্ক এলাকায় পাতা কুড়ায়। ঝড়ের সময় নিরাপদ স্থানে দৌড় দেয়ার সময় গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যায়। লাশ পরিবারের লোকজন নিয়ে গেচে। অন্যদিকে, বুধবার দুপুরে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। পুরো জেলা শহর অন্ধকারে ছেয়ে যায়। গাড়ীগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল শুরু কওে  এর অল্প কিছুক্ষন পরেই ঝড় শুরু হয়। ঝড়ের সাথে শুরু হয় শিলা বৃষ্টি। আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে বড় ধরনের ক্ষতি না হলেও ছোট গাছপালা ভেঙ্গে যায়। প্রায় পনের মিনিট ঝড় থেমে গেলেও থাকলেও বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে সাধারন মানুষ ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে, ঝড় শুরু হবার পর থেকে জেলা শহরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

আলোকিত সিরাজগঞ্জ