শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানি, প্রদর্শক কারাগারে

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানি, প্রদর্শক কারাগারে

সিরাজগঞ্জের তাড়াশে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে মোজাহারুল ইসলাম নামে মহিলা ডিগ্রি কলেজের এক কম্পিউটার প্রদর্শককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আহসান হাবিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোজাহারুল ইসলাম তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

সিরাজগঞ্জ আদালত পুলিশের জিআরও ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। 

এর আগে বুধবার (২৪ এপ্রিল) তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন একই কলেজের বিএম শাখার ১ম বর্ষের এক ছাত্রী। 

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ওই ছাত্রী কম্পিউটার প্রদর্শক মোজাহারুলের বিরুদ্ধে যৌন হয়রানি করার লিখিত অভিযোগ করে। অভিযোগ পেয়েই তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটিকেও অবগত করা হয়েছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম অনৈতিকভাবে তার শরীরে হাত দেন। এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। পরে তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক