সাসটেইনেবল সিটি : বিশ্বের কোন কোন শহর এগিয়ে
বিশ্বের দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ও নগরায়ণের চাপ বাড়ছে। এ প্রেক্ষাপটে সাসটেইনেবল সিটি বা টেকসই নগর পরিকল্পনা এখন অত্যন্ত জরুরি। টেকসই শহর মানে এমন শহর যেখানে পরিবেশ, অর্থনীতি ও সামাজিক ন্যায়বিচার—সব কিছুর মধ্যে ভারসাম্য রাখা হয়। কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, সবুজ অবকাঠামো, গণপরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা ও নির্মল বায়ু, বিশুদ্ধ পানি—এসব সূচক মেপেই টেকসই শহরের মানদণ্ড নির্ধারিত হয়।