প্রতিবন্ধকতা জয় করে তুলির আঁচড়ে জীবন চলে তমজিদের
তমজিদ উদ্দিন কথা বলতে পারেন না, শোনেন না কানেও। চল্লিশ ছুঁই ছুঁই এই প্রতিবন্ধী ব্যক্তির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবু চমৎকার ছবি আঁকেন, নিখুঁত বিন্যাসে ব্যানার-পোস্টার ও দেয়ালিকা লেখেন। এভাবে যা আয় হয়, তা দিয়ে সংসার চালান। দরিদ্র পরিবারে জন্ম হলেও তমজিদ উদ্দিন কারও বোঝা হতে চাননি। তাঁর দাবি, নিজের চেষ্টায় এই দক্ষতা অর্জন করে দুই যুগ ধরে কাজটি করে যাচ্ছেন।