রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোর নদীর বুকে জমে উঠেছে ধান চাষ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোর নদীর বুকে জমে উঠেছে ধান চাষ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদীর বুক জুড়ে জমে উঠেছে জমজমাট ধান চাষ। জানা যায় উপজেলার ভুইয়াগাতী ব্রীজের দক্ষীন পার্শ্বে ফুলজোর নদীর বুকে ধান চাষ করছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার ধানগড়া ইউপির তেলিজানা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন তিনি প্রতিবছর প্রায় ২বিঘা জায়গায় ধান চাষ করেন এতে সে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।

কিন্তু ধান চাষের ফলে দিন দিন নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে এতে নদীর পানি সংকট, মাছের আশ্রয় স্থলের ব্যাঘাত সহ বিভিন্ন সম্যসার সৃষ্টি হচ্ছে। উপজেলা মৎস কর্মকতা জানান ফুলজোড় নদীতে মাছের আশ্রয় স্থল ক্রমেই বিলিন হচ্ছে তবে নদী খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরে পওয়া সম্ভব।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: