রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নতুন বন্যায় সলঙ্গায় চলছে মাছ ধরার ধুম

নতুন বন্যায় সলঙ্গায় চলছে মাছ ধরার ধুম

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর গত কয়েকদিনের টানা বর্ষণে আবারও সলঙ্গায় নদনদী,খালবিল, ডোবা-পুকুর পানিতে ভরে গেছে। নতুন করে বন্যার পানিতে ফিরে পেয়েছে তাদের নতুন যৌবন।

পানি বৃদ্ধির ফলে পুকুর,ডোবা,নালা সহ মাছের ঘেরগুলো আবারও তলিয়ে একাকার হওয়ায় কর্মহীন মানুষদের মাঝে এখন বর্ষার পানিতে মাছ মারার ধুম পড়েছে।

বাড়ির আশেপাশে বড়শি, ধিয়াল,চাঁই, জাল,বড় খরা,কাটা খরা,দোয়াইড় সহ মাছ ধরার উপকরণ পাতলেই ঝাঁকে ঝাঁক মাছ ধরা পড়ছে। তাই বর্তমানে সলঙ্গার বিভিন্ন এলাকায় চলছে যেন মাছ মারার উৎসব।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: