শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

উল্লাপাড়ায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের সদস্য শামীম গ্রেপ্তার

উল্লাপাড়ায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের সদস্য শামীম গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল সহ ছিনতাইকারী দলের সদস্য কে জনসাধারণ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১০ টার দিকে শ্রীকোলা ধামাইকান্দি আঞ্চলিক সড়কের জপজপিয়া ব্রিজে স্থানীয়রা আটক করে পুলিশ কে খবর দেয় পরে পুলিশ মোটরসাইকেল ছিনতাইকারী শামিম হোসেন (২৬) কে আটক করে থানায় নিয়ে যায়। শামীম পূর্ণীমাগাঁতী ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন জানান রোববার রাত ১০ টার দিকে শামিম হোসেন নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল,এতে সন্দেহ হলে মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে দেখা যায় মোটরসাইকেল টি চাবি বিহীন। এরপর শামিম কে স্থানীয় জনসাধারণ মোটরসাইকেল সহ আটক করে থানায় খবর দেয়। জানা যায় শামীম হোসেন মোটরসাইকেল টি ১৫ দিন আগে ছিনতাই করে নিজ বাড়িতে রেখেছিল, এরআগে ও শামীম মোটরসাইকেল ছিনতাই করেছে বলে জানা যায়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, শামীমের সঙ্গে একটি বড় চক্র দীর্ঘদিন ধরে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ছিনতাই করে আসছে। শামীমের দল বেশ কয়েকটি ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত। তারা এ সম্পর্কিত বেশ কিছু তথ্য পেয়েছেন। দুই একদিনের মধ্যে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাদের গ্রেফতারের পরিকল্পনা রয়েছে পুলিশের।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: