বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে বিশিষ্ট্য বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন

রায়গঞ্জে বিশিষ্ট্য বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার পূর্বলক্ষীকোলা মহল্লার বিশিষ্ট্য বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান (৭৪) এর দাফন সম্পন্ন হয়েছে। জানাযায়।

পৌরসভার পূর্বলক্ষীকোলা মহল্লার মৃত মুসলিম উদ্দিন সরকারের জেষ্ঠ্য পুত্র ধানগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সরকার গত মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিটে বার্ধক্য জনিত ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না......রাজিউন।

মরহুমের জানাযা নামাজ রায়গঞ্জ সরকারী বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজ মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় সম্পন্ন হয়। জানাযা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা এবং ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধাক্ষ্য রেজাউল করিম তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বাতেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক প্রভাষক কাওসার হোসেন, জাতীয় সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স.ম আবদুস ছাত্তার, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আতিক মাহমুদ আকাশ, রায়গঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী আওয়ামীল নেতা হাসানুজ্জামান সুলতান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস প্রমূখ।

আলোকিত সিরাজগঞ্জ