বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ, ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

বেলকুচিতে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ, ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের ৩ টি দোকান থেকে আনুমানিক ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধব্বংস করেছেন এবং ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জাল বিক্রয় করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত মুকুন্দগাতী বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় মুকুন্দগাতী বাজারের জাল ব্যবসায়ী আবুল কালামকে ৫ হাজার, আকতার হোসেনকে ৫ হাজার ও শামীম রেজাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। “মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০” এর আওতায় ০৩(তিন) টি দোকানীকে মোট ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা ও ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।

উক্ত অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান মাহমুদুল হক,পেশকার মোঃ হাফিজ উদ্দিন, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ