বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে যা বললেন রীভা গাঙ্গুলি

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে যা বললেন রীভা গাঙ্গুলি

বাংলাদেশিদের জন্য সহসাই ভারতের ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীভা গাঙ্গুলি দাস এ কথা জানান।

ভারতে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু হচ্ছে জানতে চাইলে হাইকমিশনার বলেন, খুব জরুরি মেডিকেল ভিসা, ব্যবসা ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি স্বাভাবিক হয়। এখনও যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়।

সাধারণ ভিসা কবে নাগাদ চালু হবে এ বিষয়ে রীভা গাঙ্গুলি দাস বলেন, সেটার চেষ্টা করছি আমরা। কারণ ফ্লাইটটা ঠিক স্বাভাবিকভাবে না চললে....আর এখনও তো কোভিড সংক্রমণের হার উঁচু-নিচু হতে থাকে। আমরা এটা নিয়ে কাজ করছি।

তাহলে কী সহসাই খুলছে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘হোপফুলি, হোপফুলি (আশা করি, আশা করি)।’

আলোকিত সিরাজগঞ্জ