বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফিরে এলো ৭০ বছরের পুরনো রেকর্ড

ফিরে এলো ৭০ বছরের পুরনো রেকর্ড

যদি-কিন্তুর সুতোয় ঝুলছে তাদের শিরোপা ভাগ্য। তবে নিজেদের কাজটা সেরে নিয়েছে ইন্টার মিলান। শনিবার রাতে তারা ৩-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। পয়েন্ট টেবিলে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্যান সিরোর ক্লাবটি। তবে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে সাম্পদোরিয়া-জুভেন্টাস ম্যাচে। রোববার রাতে এই লড়াইয়ে জিতলেই শিরোপাটা নিশ্চিত হবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের।

সেরি এ-র এই লড়াইয়ে ইন্টার মিলানের হয়ে শনিবার রাতে জোড়া গোল করলেন রোমেলু লুকাকু। অন্য গোল অ্যালেক্সিস সানচেজের।

দুই গোলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লুকাকু। ইতালির শীর্ষ লিগে প্রতিপক্ষের মাঠে সব মিলিয়ে ১৫ গোল করলেন লুকাকু। তার পথ ধরেই ফিরে এসেছে ৭০ বছরের পুরনো রেকর্ড। লুকাকু ইন্টারের প্রথম ফুটবলার যিনি লিগে প্রতিপক্ষের মাঠে এত সংখ্যক গোল পেলেন। ১৯৫০ সালে ইন্টারের হয়ে প্রতিপক্ষের মাঠে স্টেফানো নায়ার্সের গড়া রেকর্ড স্পর্শ করলেন বেলজিয়ামের গ্রেট লুকাকু।

দারুণ সময় কাটাচ্ছেন এখন লুকাকু। বিশেষ করে করোনার পর লিগ শুরু হতেই চমক দেখাচ্ছেন। সর্বশেষ ৯ ম্যাচে ৬ গোল। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার এ মৌসুমে করলেন ২৯ গোল। যার মধ্যে সেরি-এ-তেই ২৩টি।

এবার ৭০ বছরের পুরনো সেই রেকর্ড ভাঙার পালা। হাতে আছে ২ ম্যাচ। সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বলছিলেন, ‘দেখুন ব্যক্তিগতভাবে আমি খুশি। দল অবশ্য কিছুটা চাপে। তবে অতীত ভুলে সামনে চোখ রাখতে চাই। দলের জয়ে রাখতে চাই বড় ভূমিকা।'

আলোকিত সিরাজগঞ্জ