শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ উদ্বোধন

উল্লাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে চলতি বর্ষা মৌসুমে সবুজ বনভূমি গড়ে তুলতে দেশ ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসুচি শুরু হয়েছে । সিরাজগঞ্জ সহ দেশের ৬৪ জেলার ছোট বড় খাল ও নদী খননের পর দুই পাড় দিয়ে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর ফলে একদিকে সবুজ বনাঞ্চল গড়ে উঠবে, অপরদিকে নদী খালের পাড় সংরক্ষনেও কাজ করবে । সরকারের এই সবুজ বনায়ন কর্মসুচির আওতায় উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিপি ১০০ টি বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচির আয়োজন করেন ।

রবিবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুর্শিদ জাহান, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ ।

আলোকিত সিরাজগঞ্জ