শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভুটানের থিম্পুতে আজ ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। 

গ্রুপ পর্বে এই ভারতের বিপক্ষেই ৭৫ মিনিটে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দল। তবে নিজেরাও গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি সাইফুর রহমান মনির দল। কিন্তু আজ ফাইনালে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায়নি। প্রথমার্ধ ১–০ গোলে পিছিয়ে শেষ করে লাল-সবুজেরা। মাত্র আট মিনিটেই লেইরেনজামের গোলে এগিয়ে যায় ভারত। 

প্রথমার্ধের শেষ দিকে একটি বাংলাদেশ গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু কামাল মৃধার শট শেষ মুহূর্তে রুখে দেন ভারতীয় ডিফেন্ডার থুংগাম্বা সিং। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ভারতের লিভাইস ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: