• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

২০২২ কাতার বিশ্বকাপের বছর না গড়াতেই শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি। সেপ্টেম্বর থেকেই শুরু হবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য গত ১৯ আগস্ট  ব্রাজিল দল ঘোষণা করলেও এতদিন দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। অবশেষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য দলের অভিজ্ঞ এবং তারকা ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসিসহ দলে রয়েছেন ডি মারিয়া, মার্টিনেজ, ডি পলের মতো তারকা ফুটবলাররা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। আর্জেন্টিনার মাঠ বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চার দিন পর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে বলিভিয়া।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ