শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলিকে আনুশকার স্লেজিং-ট্রল, ভিডিও ভাইরাল

কোহলিকে আনুশকার স্লেজিং-ট্রল, ভিডিও ভাইরাল

প্রতিপক্ষের উইকেট পড়লেই আনন্দে মাতেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। হয়তো তিনি ক্যাচও নেননি, তবুও দেখা যায় বোলারের চাইতে বেশি উৎসব করেন বিরাট। এমনটাই মত তার স্ত্রী আনুশকা শর্মার। যা শুনে লজ্জায় পড়ে যান কোহলি। 

এরপর আনুশকা নকল করে দেখান কোহলির আগ্রাসী উৎসব পালন। তিনি আবার আনুশকার ছবির সংলাপ বলে অবাক করে দিলেন স্ত্রী-কে। সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন কোহলি এবং আনুশকা। সেখানেই এমনসব মুহূর্ত তৈরি হয়েছে তাদের ঘিরে।

আনুশকা জানান, তার মোবাইলে কোহলির নম্বর রাখা আছে ‘পতি পরমেশ্বর’ নামে। এরপরই মাঠের আগ্রাসী কোহলিকে নকল করেন আনুশকা। লজ্জায় পড়ে যান ভারতীয় এ ক্রিকেটার। আনুশকা বলেন, ‘কখনো কখনো বোলাররাও উইকেট নিয়ে ওরকম লাফায় না, যতটা বিরাট করে।’

জবাবে কোহলি বলেন, ‘মাঠে ওরকম করে ফেলি ম্যাচের মধ্যে। পরে রিপ্লাই দেখে আমি নিজেই লজ্জা পাই।’ সেই অনুষ্ঠানের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কোহলি ব্যাট করার অভিনয় করেন। পিছনে উইকেটরক্ষক আনুশকা।

সেখান থেকেই কোহলিকে ‘স্লেজ’ করেন আনুশকা। তিনি বলেন, ‘চল চল বিরাট, আজ তো একটু রান কর।’ যা শুনে কোহলি হাসেন। আনুশকা জড়িয়ে ধরেন কোহলিকে। এ সময় কোহলি বলেন, ‘তোমার পুরো দলে এপ্রিল, জুন-জুলাইয়ে বানায়নি, তার চেয়ে বেশি ম্যাচ আমার।’

আনুশকাকে একটি সংলাপ বলতে বলেন সঞ্চালক এবং কোহলিকে সেটাই বলে দেখাতে বলেন। আনুশকা তার অভিনিত সিনেমা ‘ব্যান্ড বাজা ভারাত’ ছবির একটি সংলাপ বলেন। বিরাট সেই সংলাপের পরের অংশটি বলে দেন। শুনে অবাক হন আনুশকা। তিনি বলেন, ‘মনে হচ্ছে আমাকে প্রেমপ্রস্তাব দিলো বিরাট।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই