শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব রেকর্ড গড়া জুটি ও বোলিং রেকর্ডে কেনিয়াকে হারাল বাংলাদেশ

বিশ্ব রেকর্ড গড়া জুটি ও বোলিং রেকর্ডে কেনিয়াকে হারাল বাংলাদেশ

কমনওয়েলথ গেমস মেয়েদের ক্রিকেট বাছাইয়ে কাল মালয়েশিয়ার মেয়েদের পাত্তা দেয়নি বাংলাদেশ। ৮ উইকেটের জয় তুলে নিয়েছিল নিগার সুলতানার দল। আজ কেনিয়ার মেয়েদের বিপক্ষেও সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচে কেনিয়াকে ৮০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছেন নিগার-রুমানারা।

কিনরারা একাডেমি ওভালে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় কেনিয়া। ৯ ওভারের মধ্যে ৫০ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে দেখে মনে হয়েছে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন কেনিয়া অধিনায়ক মার্গারেট এনগোচি।

কিন্তু লড়াইটা শুরু হয় এর পর থেকে। সপ্তম উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সালমা খাতুন ও রিতু মনি। ৩ চারে ৩২ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন সালমা। অন্য প্রান্তে রিতুও ৩ চারে ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। প্রথম ছয় ব্যাটারের মধ্যে ওপেনার মুর্শিদা (২৬) ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি। ৬ উইকেটে ১২৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

সপ্তম উইকেটে দারুণ জুটি গড়ার মধ্য দিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ডও গড়েন সালমা ও রিতু মনি। মেয়েদের এ সংস্করণে সপ্তম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর মধ্য দিয়ে ২০১৯ সালে তানজানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদির গড়া ৭২ রানের জুটির রেকর্ড ভাঙলেন সালমা ও রিতু।

উগান্ডার মেয়েদের বিপক্ষে তানজানিয়ার মেয়েদের গড়া রেকর্ডটি তিন বছরের মধ্যেই ভেঙে গেল। সপ্তম উইকেটে এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েছিলেন ফারজানা হক ও লতা মণ্ডল। তাড়া করতে নেমে কেনিয়ার ইনিংস টিকেছে মাত্র ১২.৪ ওভার। ৪৫ রানেই অলআউট হয় দলটি। এ নিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে পঞ্চাশ রানের মধ্যে বেঁধে ফেলল বাংলাদেশের মেয়েরা।

আগের ম্যাচে মালয়েশিয়াকে ৪৯ রানে অলআউট করে বাংলাদেশ। কেনিয়ার ইনিংসে শুধু শ্যারন জুমা (২৪) দুই অঙ্কের দেখা পান। ছয়জন ব্যাটার রানের খাতা খোলার আগেই আউট হন। মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নয়ে, কেনিয়া তেইশতম। আজ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের সামনে দাঁড়াতে পারেনি কেনিয়া। ৩.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট নেন তিনি। মেয়েদের টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালে ১৬ রানে ৫ উইকেট নেন পান্না ঘোষ। এর পাশাপাশি বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন নাহিদা।

বার্মিংহামে আগামী জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। পাঁচ দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ দল মূল পর্বে খেলার টিকিট পাবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর