রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

স্যামসাংয়ের ঈদ ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন মোটরসাইকেল ও স্কুটার

স্যামসাংয়ের ঈদ ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন মোটরসাইকেল ও স্কুটার

সংগৃহীত

স্যামসাং এর ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইনের বিজয়ীরা পেয়েছেন নতুন সুজুকি মোটরসাইকেল ও স্কুটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর স্যামসাং বাংলাদেশ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ঈদ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন নতুন সুজুকি জিক্সার এসএফ এবং সুজুকি এক্সেস ১২৫। বিজয়ীরা হলেন মাশরিফ বিন জুলফিকার এবং আবু সালেহ আল নোমান।

এছাড়া আরও দশজন বিজয়ী স্যামসাং টিভি, রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনের মত হোম অ্যাপ্লায়েন্স পেয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং বাংলাদেশ এই ক্যাম্পেইন চালু করেছিল। গত ২০ মে থেকে ১৮ জুন পর্যন্ত চলা এ আয়োজনে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় সব পুরস্কার ও অফার। এর মধ্যে ছিল এক্সক্লুসিভ গিফট, নির্দিষ্ট স্যামসাং ডিভাইসে সর্বোচ্চ ৯৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়ীদের জন্য ‘বাড়তি স্বাচ্ছন্দ্য ও স্বস্তি’ নিশ্চিত করতে ক্যাম্পেইনের অধীনে নির্দিষ্ট কিছু মডেলের ওপর দ্বিতীয় বছরের জন্য ফ্রি ওয়ারেন্টি ঘোষণা করেছিল স্যামসাং।

স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “ঈদ আমাদের জন্য একটি আনন্দের সময়, আর তাই আমরা চেয়েছিলাম এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ক্রেতাদের জন্য ঈদের সময়টিকে আরও অর্থবহ করে তুলতে। ক্যাম্পেইনে ক্রেতাদের ইতিবাচক সাড়া পেয়ে আমরা আনন্দিত এবং সকল বিজয়ীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।

“এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং ধারাবাহিকভাবে ক্রেতাদের সাথে আরও অর্থবহ সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছে।”

সূত্র: বিডি নিউজ ২৪

সর্বশেষ: