শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

‘ট্রিপল-ফোল্ডিং’ স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং?

‘ট্রিপল-ফোল্ডিং’ স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং?

সংগৃহীত

ফোল্ডএবল ফোনের নতুন সিরিজ আনতে না আনতেই গুঞ্জন উঠেছে তিন ভাঁজ করা যাবে এমন বা ‘ট্রিপল-ফোল্ডিং’ স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে স্যামসাং। কোম্পানিটি চলতি বছর শেষ হওয়ার আগেই ট্রিপল-ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।

স্যামসাংয়ের কনজিউমার ইলেকট্রনিকস প্রধান টিএম রোহ কোরিয়া টাইমসকে বলেন, “কোম্পানিটি এমন ডিভাইস এ বছর রিলিজ করতে পারে। “আশা করছি এ বছরের মধ্যেই ট্রাই-ফোল্ড ফোনটি বাজারে আনতে পারব। আমরা এখন পণ্যটি নিখুঁত করার এবং এর কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছি। এর নাম এখনও ঠিক করা হয়নি। যেহেতু পণ্যটি পুরোপুরি তৈরি হবার পথে, আমরা দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নির্বাহী অ্যান্ড্রয়েড অথরিটিকে নিশ্চিত করেছেন যে স্যামাসংয়ের ট্রাই-ফোল্ড ডিভাইস তৈরি হতে যাচ্ছে। এর আগে বুধবার স্যামসাংয়ের গ্রীষ্মকালীন ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৫’ আয়োজিত হয়। এতে কোম্পানিটি তাদের পরবর্তী প্রজন্মের ‘গ্যালাক্সি জেড ফ্লিপ’ এবং ‘গ্যালাক্সি জেড ফোল্ড’ স্মার্টফোন উন্মোচন করেছে।

‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ আগের মডেলের তুলনায় পাতলা ও হালকা। এটি খোলা অবস্থায় মাত্র চার দশমিক দুই মিমি পুরু এবং ভাঁজ বন্ধ অবস্থায় আট দশমিক নয় মিমি পুরু, যা এখন পর্যন্ত ফোল্ড ডিজাইনের সবচেয়ে কম্প্যাক্ট ডিজাইন।

অপরদিকে, নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এ এবার যুক্ত হয়েছে আরও বড় চার দশমিক এক ইঞ্চির স্ক্রিন যার মধ্যে দুইটি পাঞ্চহোল ক্যামেরা বসিয়েছে কোম্পানিটি। শুধু বাইরের স্ক্রিনই নয় বড় হয়েছে ভেতরের স্ক্রিনও, আগে ফ্লিপ ৬ এ যেখানে ছয় দশমিক সাত ইঞ্চি ডিসপ্লে ছিল সেখানে এবার এটি ছয় দশমিক নয় ইঞ্চিতে দাঁড়িয়েছে।

সূত্র: বিডি নিউজ ২৪

সর্বশেষ: