
সংগৃহীত
মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা)। আগামী ১৫ বছরের মধ্যে লাল গ্রহে একটি স্বনির্ভর আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি।
এই উচ্চাভিলাষী প্রকল্পের অংশ হিসেবে মঙ্গলে আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনের ব্যবস্থা করা হবে। আলু, ধান এবং শাকসবজি উৎপাদনের জন্য নিয়ন্ত্রিত পরিবেশে আধুনিক গ্রিনহাউস স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
ইসার মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার জানিয়েছেন, ‘প্রযুক্তি ২০৪০’ শীর্ষক রোডম্যাপের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, যা মঙ্গল গ্রহসহ পৃথিবীর কক্ষপথে ইউরোপের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করবে।
এই মরূদ্যানে থাকবে স্মার্ট সেন্সর, রোবোটিক সহকারী এবং স্বায়ত্তশাসিত এআই সিস্টেম, যা সেখানকার জীবনযাত্রা সহজ করবে। বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য পুনর্ব্যবহারের জন্যও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, নিয়ন্ত্রিত গ্রিনহাউস মডিউলের মাধ্যমে উৎপাদন করা হবে আলু, ধান ও পাতাযুক্ত শাকসবজি।
বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার গতিবিধিতে যুক্তরাষ্ট্রের নাসা এবং টেসলা-মালিক ইলন মাস্কের স্পেসএক্সের পাশাপাশি ইউরোপীয় মহাকাশ সংস্থাও মঙ্গলে নিজেদের অবস্থান দৃঢ় করছে।
সূত্র: দৈনিক জনকণ্ঠ