রাশিয়ার আকাশ সংস্থা রসকোমস বলেছে, গত ১০ আগস্ট উৎক্ষেপিত হয়ে বুধবার রাশিয়ার স্থানীয় সময় রাত ১২টা ৩ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।
[৩] দীর্ঘ ৫০ বছর রাশিয়া চন্দ্রাভিযানের উদ্যোগ নিয়েছে। হিমায়িত পানির সন্ধানে চাঁদের দক্ষিণ মেরুতে লুনা-২৫ প্রথম অবতরণ করবে। এটা রাশিয়ার একটি বড় পদক্ষেপ।
[৪] রসকোসমসের মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘রাশিয়ার সমকালীন ইতিহাসে এই প্রথম চাঁদের কক্ষপথে মস্কো সময় রাত ১২টা ৩ মিনিটে স্বয়ংক্রিয় স্টেশন স্থাপন করেছে।’
[৫] চাঁদের দক্ষিণ মেরুতে বোগুসলাস্কি ক্র্যাটারের উত্তরে ২১ আগস্ট সোমবার পরিকল্পিত অবতরণের পাঁচ দিন আগে প্রোবটি চাঁদের পৃষ্ঠের উপরে ১০০ কিলোমিটার (৬২ মাইল) প্রদক্ষিণ করবে।
[৬] অন্যদিকে ভারতের আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মহাকাশযানটি থেকে ল্যান্ডার আলাদা হয়ে গিয়েছে। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ আগামী বুধবার চাঁদে নামবে। ইসরো জানিয়েছে, ল্যান্ডার ‘বিক্রম’ মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তার প্রাথমিক গন্তব্য হবে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উপরের কক্ষপথে। সেখান থেকে ধাপে ধাপে তাকে নামানো হবে চাঁদের মাটিতে।
[৭] বৃহস্পতিবার চন্দ্রযান-৩ থেকে ‘বিক্রম’ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই আনুষ্ঠানিক ভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইসরো আগে থেকেই ঘোষণা করে রেখেছে, আগামী ২৩ আগস্ট চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার। কিন্তু অনেকেই মনে করছেন, নির্ধারিত সময়ের আগে চাঁদে নামতে পারে ‘বিক্রম’।
[৮] আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছোট একটি গাড়ির আকারের লুনা-২৫ দক্ষিণ মেরুতে এক বছরের জন্য কাজ করার লক্ষ্য রাখবে। এখানে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা সাম্প্রতিক বছরগুলোতে হিমায়িত পানির চিহ্ন সনাক্ত করেছেন।
আলোকিত সিরাজগঞ্জ