বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

অ্যানড্রয়েড ফোনে মেসেজ শিডিউল করার উপায়

অ্যানড্রয়েড ফোনে মেসেজ শিডিউল করার উপায়

আপনার অ্যানড্রয়েড ফোন থেকে মেসেজ শিডিউল করে পছন্দ মতো সময়ে পাঠানো সম্ভব। গুগল মেসেজ ব্যবহার করে যেমন মেসেজ শিডিউল করে পাঠানো সম্ভব, একই সঙ্গে আবার বিভিন্ন বিভাগে সাজিয়েও রাখা যাবে। পরে নিজের পছন্দমাফিক সময়ে নির্দিষ্ট বিভাগের মেসেজ পাঠানো যাবে।

অ্যানড্রয়েড ফোনে টেক্সট মেসেজ শিডিউল করবেন যেভাবে-

* প্রথমে মেসেজ অ্যাপ ওপেন করুন।
* এবার ‘Compose’ অপশন বেছে নিন।
* মেসেজ টাইপ করার আগে ও সেন্ড করার সময় সেন্ড বাটন ট্যাপ করে হোল্ড করুন।
* এখানে একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে। এবার যে সময়ে মেসেজ পাঠাতে চান তা সিলেক্ট করুন।
*এবার বিভিন্ন প্রিসেট সময় দ্রুত বেছে নিতে পারেন। চাইলে নিজের সুবিধা মতো নির্দিষ্ট সময়ও বেছে নিতে পারেন।
সব শেষে সেন্ড বাটন সিলেক্ট করুন।
* আপনার মেসেজ অ্যাপে এই অপশন না দেখালে প্লে-স্টোর থেকে ‘Google Message’ অ্যাপ আপডেট করে নিন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: