শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

হোয়াটসঅ্যাপে লেখা বোল্ড, ইটালিক করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে লেখা বোল্ড, ইটালিক করবেন যেভাবে

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের জন্য বেশ কিছু ফিচার রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফন্ট পরিবর্তন করা। অ্যাপটি ব্যবহার করে বার্তা আদান-প্রদান করার সময় ব্যবহারকারী চাইলে যেকোনো লেখা মোটা হরফ (বোল্ড), বাঁকানো (ইটালিক) অথবা শব্দের মাঝ বরাবর দাগ (স্ট্রাইকথ্রু) করতে পারবেন।

কীভাবে করবেন দেখে নিন-

অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য

  • যে টেক্সটের ফন্ট বদল করবেন তা সিলেক্ট করে নিন। এবার মিনি উইন্ডোতে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
  • এবার বোল্ড, ইটালিক, স্ট্রাইক-থ্রু, মনো-স্পেস অপশন বেছে নিন।
  • এছাড়াও অন্য এক উপায়ে অ্যানড্রয়েড গ্রাহকরা ফন্ট বদল করতে পারবেন
  • কোন লেখা ইটালিক করতে লেখার দুই পাশে আন্ডার-স্কোর চিহ্ন ব্যবহার করুন। যেমন _টেক্সট_
  • কোন লেখা বোল্ড করতে লেখার দুই পাশে অ্যাস্টেরিস্ক চিহ্ন ব্যবহার করুন। যেমন *টেক্সট*
  • কোন লেখা স্ট্রাইক-থ্রু করতে লেখার দুই পাশে টিলড চিহ্ন ব্যবহার করুন। যেমন ~টেক্সট~

আইফোন গ্রাহকদের জন্য

  • যে টেক্সটের ফন্ট বদল করবেন তা সিলেক্ট করে BIU অপশন সিলেক্ট করুন।
  • এবার বোল্ড, ইটালিক, স্ট্রাইক-থ্রু এর মধ্যে যে কোন একটি অপশন বেছে নিন।
  • টাইপরাইটার স্টাইলে লেখা পাঠাতে লেখার আগে ও পরে তিনটি অপস্ট্রফি ব্যবহার করুন। যেমন “`টেক্সট“`

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: