চাঁদের মালিকানা পাবে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র!
আলোকিত সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯

অভিলাষী মন চন্দ্রে না পাক/জ্যোত্স্নায় পাক সামান্য ঠাঁই’- চাঁদের বুকে ঠাঁই পেতে কবির এই আকুতি অনন্তকালের। সভ্যতার আদি থেকেই মানুষের চন্দ্র-বিজয়ের ইচ্ছা প্রকাশ পেয়েছে বহুমাত্রায়। আর মহাকাশ-বিজ্ঞানের সাফল্যে মানুষ চাঁদে পা ফেলেছে সেও বহু দিন হলো।
এখন তোড়জোড় চলছে চাঁদে আবাস গড়ার. হোটেল, প্রমোদ ভ্রমনসহ বাণিজ্য বসতি স্থাপনের। কিন্তু চাঁদ-রাজ্যের মালিকানার আইনকানুন নিয়ে সমঝোতা নেই পৃথিবীবাসির। আমেরিকা, রাশিয়া, চীনসহ দুনিয়ার সব শক্তিশালী রাষ্ট্রই দখল চাইছে চাঁদের। পিছিয়ে নেই বেসরকারি কোম্পানিগুলোও। চাঁদের মালিকানা চাচ্ছে যুক্তরাস্ট্র, চীন ও রাশিয়া। এনিয়ে তাদের মধ্যে সমঝোতাও হচ্ছে।
বিবিসি, গার্ডিয়ান, চাঙ ই ফোর এবং প্রেসটিভির খবর অনুযায়ী, যেহেতু যুক্তরাস্ট্র, চীন ও রাশিয়া পরাশক্তি এবং চন্দ্র বিজয় করেছে,তাই মালিকানাটাও তাদের। এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অন্যতম কারণ হলো- গত ৩ জানুয়ারি চাঁদের অন্ধকার দিকের মাটিতে অবতরণ করেছে চীনের চন্দ্রযান ’চাঙ ই ফোর’। এই প্রথম কোনও দেশের চন্দ্রযান পৃথিবী থেকে সোজা গিয়ে নেমেছে চাঁদের বিপরীত পৃষ্ঠে।
কেবল তাই না, চীন চাদের বুকে একটি তুলার বীজে অঙ্কুরোদ্গম ঘটাতে সক্ষম হয়েছে। যদিও সেটি মাইনাস ঠান্ডার কারণে মারা গেছে। সেখানে একটি গবেষণাগার স্থাপনেরও করছে চেষ্টা করছে তারা। চীনের এই বিস্ময়কর সাফল্য ’নাসা’ গভীরভাবে পর্যবেক্ষন করছে। পাশাপাশি চলতি ২০১৯ সালে বিভিন্ন কোম্পানি চাঁদের গর্ভে মুল্যবান খনিজ পদার্থের সন্ধানে খোঁড়াখুঁড়ির পরিকল্পনা করছে। খনি থেকে সম্পদ উত্তোলন করে পৃথিবীতে নিয়ে আসা, মজুদ করা, বা সেগুলো দিয়ে চাঁদেই কিছু তৈরি করাটা তাদের লক্ষ্য। এই পরিস্থিতিতে চাদের মালিকানা নিয়ে আগ্রহ দেখাচ্ছে তিন পরাশক্তি।
তারা মনে করছে চাদে জনবসতি গড়ে তোলাটা আয়াস সাধ্য হতে পারে অদূরে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে শুরু হবে বাণিজ্যিক ও রাজনৈতিক দখলের প্রতিযোগিতা। চাঁদের কোনো এক চিলতে জমিতে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে হলে কথিত এই মালিকদের অনুমতি নিতে হতে পারে। মুলত:চাঁদে মূল্যবান বস্তু অনুসন্ধান এবং অর্থ উপার্জনের সম্ভাবনা থাকায় বিভিন্ন দেশ এই সেক্টরের কোম্পানিগুলোকে সাহায্য করতে আরও আগ্রহী হয়ে উঠছে।
ইতিমধ্যে জাতিসংঘ প্রনীত মুন এগ্রিমেন্ট করেছে ১১টি দেশ। এদের মধ্যে রয়েছে ফ্রান্স ও ভারত। কিন্তু মহাকাশের সবচেয়ে বড় আধিপত্যবাদি চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া, এটিকে সমর্থন দেয়নি। যুক্তরাজ্যও না।
নীল আর্মস্ট্রং চাঁদের বুকে হেঁটে আসার পর প্রায় ৫০ বছর পার হয়ে গেছে। চাঁদে পা রাখার পর এই নভোচারীর উক্তি স্মরণীয় হয়ে আছে –’এটা একজন মানুষের জন্য ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু গোটা মানবজাতির জন্য বিরাট একটা লাফ’।
এর পরপরই আর্মস্ট্রংয়ের সঙ্গে যোগ দিয়েছিলেন তার সহকর্মী বাজ অল্ড্রিন। ঈগল লুনার মডিউল থেকে নেমেই তিনি চাঁদের ধু ধু প্রান্তর দেখে বলেছিলেন, ‘বিস্তীর্ণ নির্জনতা।’
জুলাই ১৯৬৯-এ অ্যাপোলো ১১’র অভিযানের পর চাঁদে প্রায় কোনও নতুন কার্যক্রমই চালানো হয়নি। ১৯৭২ সালের পর সেখানে আর কোনও মানুষ যায়নি। কিন্তু শীঘ্রই এই পরিস্থিতি পাল্টে যেতে পারে, কারণ কয়েকটি কোম্পানি সেখানে অনুসন্ধান ও সম্ভব হলে চন্দ্রপৃষ্ঠে খনি খনন করার আগ্রহ দেখিয়েছে। সেখানে তারা সোনা, প্লাটিনাম, এবং ইলেকট্রনিক্সে ব্যবহৃত বিরল খনিজ পদার্থসহ বিভিন্ন জিনিসের জন্য অনুসন্ধান চালাবে।
আগে এ মাসেই চাঁদের দূরতম অংশে চীন একটি নভোযান অবতরণ করিয়েছে এবং সেখানে একটি তুলার বীজে অঙ্কুরোদ্গম ঘটাতে সক্ষম হয়েছে। সেখানে একটি গবেষণাগার স্থাপনেরও করছে চেষ্টা করছে তারা।
জাপানের প্রতিষ্ঠান আইস্পেস ‘আর্থ-মুন ট্রান্সপোর্টেশন প্ল্যাটফর্ম’ তৈরি এবং চাঁদের মেরু অঞ্চলে পানির খোঁজ করার পরিকল্পনা করছে।
এমন আরও নানান উদ্যোগ নেয়া হচ্ছে, দেখে প্রশ্ন উঠছে অল্ড্রিনের নির্জনতা কি আর নির্বিঘ্নে থাকবে না? নাকি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে শুরু হবে বাণিজ্যিক ও রাজনৈতিক দখলের প্রতিযোগিতা।
স্নায়ুযুদ্ধ চলাকালিন মহাকাশে অনুসন্ধান চালানোর সময় থেকেই মহাজাগতিক বিভিন্ন গ্রহ-উপগ্রহের মালিকানার বিষয়টি একটা ইস্যু হয়ে ওঠে। নাসা যখন প্রথম চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছিল, তখন জাতিসংঘ ‘আউটার স্পেস ট্রিটি’ নামের একটি চুক্তি প্রণয়ন করে। ১৯৬৭ সালে এতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।
এতে বলা হয়, ‘মহাকাশে চাঁদসহ অন্যান্য গ্রহ-উপগ্রহকে কোনো জাতি তাদের নিজস্ব সার্বভৌম এলাকা হিসেবে ঘোষণা করতে পারবে না অথবা এগুলো ব্যবহার বা দখল করতে পারবে না’।
মহাকাশ বিষয়ক বিশেষায়িত কোম্পানি অ্যাল্ডেন আডভাইজারস-এর পরিচালক জোয়ান হুইলার এই চুক্তিকে ‘মহাকাশের ম্যাগনা কার্টা’ হিসেবে বর্ণনা করেন। এর ফলে চাঁদে পতাকা স্থাপন – যেটা আর্মস্ট্রং করেছিলেন – একদম তাৎপর্যহীন হয়ে যায়। এতে করে কোনও বিশেষ ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ‘অধিকারের বাধ্যবাধকতা’ প্রতিষ্ঠিত হয় না।
বাস্তবে ১৯৬৯ সালে চাঁদে জমির মালিকানা এবং খনি খননের অধিকার তেমন গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মুনাফার জন্য এর সম্পদ আহরণের সম্ভাবনা আরও এগিয়ে আসছে।
১৯৭৯ সালে জাতিসংঘ ‘মুন এগ্রিমেন্ট’ নামে আরেকটি চুক্তি প্রণয়ন করে। চাঁদ ও অন্যান্য গ্রহ-উপগ্রহে কর্মকাণ্ড পরিচালনা বিষয়ক এই চুক্তিতে বলা হয়, এসব জায়গা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। এতে আরও বলা হয়, এসব জায়গায় কেউ স্টেশন বা ঘাঁটি স্থাপন করতে চাইলে তাকে আগে অবশ্যই জাতিসংঘকে অবহিত করতে হবে কোথায় ও কখন তারা সেটা করতে চায়।
ওই চুক্তিতে এও বলা হয়, ‘চাঁদ ও তার প্রাকৃতিক সম্পদ পুরো মানবজাতির উত্তরাধিকার সুত্রে পাওয়া সম্পত্তি। যখন এই সম্পদ আহরণ করা সম্ভব হবে তখন এই আহরণের প্রক্রিয়া পরিচালনা করতে আন্তর্জাতিক একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’
এদিকে আন্তর্জাতিক চুক্তি যে কোনও ‘নিশ্চয়তা দেয় না’ এ বিষয়ে একমত পোষণ করেন জার্নাল অফ স্পেস ল-র সাবেক প্রধান সম্পাদক প্রফেসর জোয়ান আইরিন গ্যাব্রিনোউইজ। চুক্তি বা আইন প্রয়োগ ‘রাজনীতি, অর্থনীতি ও জনমতের একটা জটিল মিশ্রণ,’ বলেন তিনি।
এবং মহাজাগতিক বস্তুর ওপর প্রতিষ্ঠাকে বাধা দিতে বিদ্যমান চুক্তিগুলো সাম্প্রতিক সময়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র কমার্শিয়াল স্পেস লঞ্চ কম্পেটিটিনেস অ্যাক্ট নামে একটি আইন পাশ করেছে। এতে বলা হয়েছে কোনও ব্যক্তি গ্রহাণু থেকে কোনও সম্পদ আহরণ করলে সেটি তারসম্পত্তি বলেই গণ্য হবে। এটা চাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু এই নীতি সেখানেও গ্রহণ করা হতে পারে।
গবেষণা ও অনুসন্ধানী প্রতিষ্ঠান প্ল্যানেটারি রিসোর্সেস-এর সহপ্রতিষ্ঠাতা এরিক অ্যান্ডারসন এই আইনকে ‘ইতিহাসে সম্পত্তির অধিকারের স্বীকৃতিগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে শ্রেষ্ঠ (single greatest)’ বলে অভিহিত করেছেন।
২০১৭ সালে লুক্সেমবার্গও মহাকাশে পাওয়া সম্পদের অধিকারের বিষয়ে তাদের দেশে একই রকম একটি আইন পাশ করেছে। উপপ্রধানমন্ত্রী এতিয়েন শ্নাইডার বলেছেন, এই আইন তার দেশকে ‘ইউরোপের পথিকৃৎ এবং এই সেক্টরের নেতৃস্থানীয়’ হিসেবে প্রতিষ্ঠিত করবে।
চাঁদে মূল্যবান বস্তু অনুসন্ধান এবং অর্থ উপার্জনের সম্ভাবনা থাকায় বিভিন্ন দেশ এই সেক্টরের কোম্পানিগুলোকে সাহায্য করতে আরও আগ্রহী হয়ে উঠছে।
‘খনি থেকে সম্পদ উত্তোলন করে পৃথিবীতে নিয়ে আসা, মজুদ করা, বা সেগুলো দিয়ে চাঁদেই কিছু তৈরি করাটা পরিষ্কারভাবেই ‘ক্ষতিকর কিছু না করা’র বিপরীত,’ বলেন নেলেডি স্পেস ল অ্যান্ড পলিসি’র আইনজীবী হেলেন এন্টাবেনি।

- উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলায় শীর্ষে: জিপিএ-৫ - ৪৩৭ জন
- সিরাজগঞ্জে সেনাবাহিনীর নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর
- সিরাজগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠিত
- সিরাজগঞ্জ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
- ২১ ফেব্রুয়ারি ঘিরে ব্যস্ত সিরাজগঞ্জের ফুল চাষীরা
- তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি: বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
- তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বাংলাদেশিকে জীবিত উদ্ধার
- মেট্রোরেলের র্যাপিড পাস দিয়ে চলা যাবে নগর পরিবহনে
- পাঁচ খাতে দক্ষ শ্রমিক নেবে সৌদি আরব, বাংলাদেশে প্রশিক্ষণের সুযোগ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চুরি-ডাকাতি রোধে বসছে ১৪২৭ সিসি ক্যামেরা
- বান্দরবানে গোলাগুলির পর ১৭ জঙ্গি গ্রেপ্তার
- ৩৭ ঘণ্টা পর ধংসস্তূপ থেকে উদ্ধার রিংকু
- কাটছে ডলার সংকট ভোগ্যপণ্যের আমদানি বাড়ছে
- নতুন মেগা প্রকল্পে অর্থায়ন করবে চীন
- থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন অক্টোবরে
- ভারতে রপ্তানি হচ্ছে ব্যান্ডউইথ
- তৈরি পোশাক কারখানায় ‘সবুজ বিপ্লবের’ নেতৃত্বে এগিয়ে বাংলাদেশ
- নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, সংসদে বিল পাস
- রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীকে দায়িত্ব
- তথ্যপ্রযুক্তির ওপরও জ্ঞান অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী
- তাড়াশে এলজিইডির দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ
- রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে
- এ সময় মিষ্টি আলু খেলে মিলবে যেসব উপকার
- তরমুজে ঘুরবে বরগুনার অর্থনীতির চাকা
- পদ্মাপাড়ে ‘সমুদ্র বিলাস’
- ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা নারী উদ্ধার
- যেসব শর্তে নামাজের জামাত ওয়াজিব
- নারী আইপিএলের নিলামে ৪০৯ ক্রিকেটার, বাংলাদেশের ৯ জন
- সিরাজগঞ্জে কার্পাস তুলা চাষে বাড়ছে আগ্রহ
- সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- কুল চাষে নড়াইলের রাকিবের ভাগ্যবদল
- খিরার বাম্পার ফলন, দামেও খুশি কৃষকরা
- শাহজাদপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের মালচিং শীটে স্কোয়াশের হাসি
- একটি ছাগল দিয়ে শুরু করে কোটিপতি তরুণ উদ্যোক্তা রাসেল!
- কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত
- সিরাজগঞ্জে ধূমপান ও তামাক প্রতিরোধে কনফারেন্স অনুষ্ঠিত
- কামারখন্দে ৯১ হেক্টর জমিতে বেগুনের বাম্পার ফলন
- সিরাজগঞ্জে বাড়ছে কার্পাস তুলার ফলন
- মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন শিবচরের কৃষকরা!
- উল্লাপাড়ায় কৃষি বিভাগের পরামর্শে খিরা চাষে বাম্পার ফলন
- ৩টি গরু দিয়ে শুরু করে কোটি টাকার খামারের মালিক নাসরিন!
- ৫০০০ মানুষ পেয়েছে ডা. মিল্লাত এমপি’র বিনামূল্য স্বাস্থ্যসেবা
- প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে রাসেলের চমক!
- চৌহালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা
- সিরাজগঞ্জে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- কামারখন্দে রবি মৌসুমের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
- কামারখন্দে মুগবেলাই গ্রামের মজনু ক্যাপসিকাম চাষে স্বাবলম্বী
- ৫ জাতের বরই চাষে রফিকুলের ৮ লাখ টাকা লাভের আশা!
- সিরাজগঞ্জে পলিনেট হাউসে ফুল চাষে লাভবান কৃষক
- করলা চাষে আলতাবের মুখে হাসি, লাখ টাকা আয়ের আশা!
