মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আল্লাহ তিনটা বিষয়ে বান্দাদের সতর্ক হতে বলেছেন

আল্লাহ তিনটা বিষয়ে বান্দাদের সতর্ক হতে বলেছেন

তিনটা বিষয়ে আল্লাহ তার বান্দা এবং রাসুল (সা:) মের উম্মতদেরকে সাবধান অবলম্বন করতে বলেছেন, আল্লাহ পাক, আল কোরানে ঘোষণা করেন যে, তিনি ব‍্যতিত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালনকর্তা। এতদসত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া কৌতুক করছে। অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধুয়াঁয় ছেয়ে যাবে, যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রনাদায়ক শাস্তি। (সুরায়ে দু’খান ৮, ১২)

আল কোরআনের আলোচ‍্য আয়াত সমুহে উল্লেখিত ধোয়া সম্পর্কে তিন প্রকার উক্তি বর্ণিত আছে।

এক: কিয়ামতের অন‍্যতম আলামত বা কিয়ামত সন্নিকটে সংঘটিত হবে।

দ্বিতীয়: হযরত আলী, ইবনে আব্বাস, ইবনে ওমর, আবু হোরায়রা (রা:), হাসান বসরী (র:) প্রমুখ থেকে বর্ণিত আছে যে, ভবিষ্যৎ বানীগুলো অতীতে পূর্ণ হয়ে গেছে এবং এতে মক্কার সেই দুর্ভিক্ষ বুঝানো হয়েছে যা মক্কাবাসীদের উপর অর্পিত হয়েছিল। তারা ক্ষুধার্ত অবস্থায় মৃত‍্যুবরণ করেছিল। এমনকি তারা মৃত জীবজন্তু খেতে বাধ্য হয়েছিল। আকাশে বৃষ্টি ও মেঘের পরিবর্তে ধোয়া দৃষ্টিগোচর হয়েছিল। এই উক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) প্রমুখের।

তৃতীয়ত: এখানে মক্কা বিজয়ের দিন মক্কার আকাশে উরন্ত ধূলিকণাকে ধূম্র বলা হয়েছে। এই উক্তি আবদুর রহমান ইবনে আরাজ প্রমুখের। (সূত্র : তাফছীরেকুর্তবী)

আবু মালিক আশআরী থেকে বর্ণিত রাসুল(সঃ) বলেন, আমি তিন বিষয়ে সতর্ক করছি ধূম্র যা মানুষকে এক প্রকার সর্দিতে জরে আক্রান্ত করে দিবে এবং দেহে প্রবেশ করে ধংস করে দিবে।

দুই, দাব্বাতুল আরদ ভূ-গর্ভ থেকে নির্গত পশু।

তিন, দাজ্জাল বাহির হবে। (তফসিরে ইবনে কাসীর।)।

হে আললাহ আমাদের মানবজাতি কে তুমি হেফাজত করো, আমীন

লেখক, মাওলানা এম, এ, করিম ইবনে মছবিবর

অতিথি অনুবাদক মসজিদুল হারাম কা বা শরীফ

আলোকিত সিরাজগঞ্জ