• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

রমজান উপলক্ষে ১০ লাখ কপি কোরআন বিতরণ করবে সৌদি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

পবিত্র রমজান উপলক্ষে ১০ লাখ কপি কোরআন বিতরণ করবে সৌদি আরব। বিশ্বের ২২টি দেশে পাঠানো হবে এসব কোরআন। রোববার (৫ মার্চ) এক ঘোষণায় এ বিষয়ে অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন আকারের কোরআন বিতরণ করা হবে। বিতরণ করা হবে কোরআনের অনুবাদ কপিও। সেই তালিকায় ৭৬টির বেশি ভাষায় কোরআনের অনুবাদ করা কপিও থাকছে।

কোরআনের এ কপিগুলো মুদ্রণ করেছে মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্স। কপিগুলো বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে দেয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ জানান, রমজানেই সংশ্লিষ্ট দেশগুলোয় কোরআনের কপি পৌঁছে দিতে চান তারা। এজন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তারা।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ