রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বড় ভাইকে কুপিয়ে হত্যার পরে ছোট ভাইয়ের থানায় আত্মসমর্পণ

বড় ভাইকে কুপিয়ে হত্যার পরে ছোট ভাইয়ের থানায় আত্মসমর্পণ

আশুলিয়ায় আপন বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে দা হাতে থানায় আত্মসমর্পণ করেছেন জাহিদুর রহমান (২৭) নামের এক ব্যক্তি।

১০ নভেম্বর, শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার কাইছাবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। তাহের ও জাহিদুর কাইছাবাড়িতে এলাকার ফজর রহমানের ছেলে।

তাহেরের বোন হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই তাহেরের কাছে মেঝো ভাই জাহিদ জমি দাবি করে আসছে। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে মেজো ভাই।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ধারালো দা হাতে এক ব্যক্তি থানায় উপস্থিত হন। তার ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে তিনি জানান।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। জাহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: