বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

রাজধানীসহ সারাদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে ঝালকাঠি ও পিরোজপুরে নদ-নদীর পানি বেড়েছে। জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। 

বান্দরবানে গত ৩ দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। লামাসহ বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

ঝালকাঠির সুগন্ধা, বিশখালী, হলতাসহ বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের পানি ৫-৬ ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে নদীপাড়ের পঁচিশটি গ্রাম। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এতে নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় পানের বরজসহ বিভিন্ন ফসলের বীজতলা নষ্ট হয়েছে।

পিরোজপুরে কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ নদ-নদী ও খালের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। প্রচণ্ড ঢেউ থাকায় আতংকিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ।

শনিবার রাত থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: