বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জামায়াতকে বর্জনের আহ্বান আলেমদের

জামায়াতকে বর্জনের আহ্বান আলেমদের

বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত ইসলামীকে বর্জনের আহ্বান জানিয়েছেন ১০১ আলেম।

মওদুদীবাদী জামায়াতে ইসলামীকে নবী, দেশ ও জাতির দুশমন উল্লেখ্য করে ওই বিবৃতিতে সই করেছেন শোলাকিয়ার ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদসহ ১০১ জন আলেম।

বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালে মওদুদীবাদী জামায়াতে ইসলামী ইসলামের নাম ভাঙিয়ে এ দেশের সাধারণ নারী-পুরুষকে নিমর্মভাবে হত্যা করেছে। জ্বালিয়ে দিয়েছে হাজার হাজার ঘরবাড়ি। দেশের সর্বত্র জামায়াতি বর্বরতার চিহ্ন লেপ্টে আছে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এই জামায়াতকে কোনোভাবেই নির্বাচনে জয়ী করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে এ দেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামের ভাবাদর্শ নতুনভাবে জাগরিত হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় ইসলামকে ভিন্ন আঙিকে তুলে ধরে দেশের মানুষকেই হত্যা করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জামায়াতিরা জ্বালাও পোড়ায়ে বিশ্বাসী। এরা সুযোগ পেলেই রক্ত নিয়ে খেলতে জানে। এদের কারণেই কওমি মাদ্রাসার কোনও উন্নতি হয়নি। কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়টিও ঝুলে ছিল। এরা মসজিদে মসজিদে ফাসেক লোকদের বসাতে চায়। দেশকে পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্র বানাতে তৎপর রয়েছে এরা।

আলোকিত সিরাজগঞ্জ