মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা-হেনস্তার প্রতিবাদ শিবিরের

দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা-হেনস্তার প্রতিবাদ শিবিরের

সংগৃহীত

লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ যখন স্বৈরাচারমুক্ত হয়ে একটি গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কারের লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নামধারী সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড চরম হতাশাজনক। লালমনিরহাট, মনোহরগঞ্জ, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর ও শরীয়তপুরসহ ছয়টি স্থানে মা-বোনদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তা কোনো সভ্য রাজনৈতিক পরিবেশের পরিচয় বহন করে না।

তারা বলেন, বিশেষ করে লালমনিরহাটে একজন সম্মানিত নারীর হিজাব টেনে খোলার যে ধৃষ্টতা যুবদল নেতা দেখিয়েছে, তা কেবল ওই নারীর ওপর আক্রমণ নয়, বরং সমগ্র নারীজাতির মর্যাদাকে ভূলুণ্ঠিত করার শামিল। আজও (সোমবার) টাঙ্গাইলে নারীদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে, তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।

নেতারা বলেন, নারী নির্যাতন ও শ্লীলতাহানি বিএনপি ও ছাত্রদলের নতুন কোনো বিষয় নয়। অতীতেও তারা ধারাবাহিকভাবে নারীদের সম্মানহানি করে আসছে। ২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন্নাহার সনি হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও রোকেয়া হলে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনের কলঙ্কিত ইতিহাস তাদের রয়েছে। শুধু তাই নয়, অভ্যুত্থান-পরবর্তী দেড় বছরে অর্ধশতাধিক ধর্ষণের ঘটনায় বিএনপি-ছাত্রদলের সংশ্লিষ্টতার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তারা আরও বলেন, এ ছাড়াও নারীদের কুরআন বিতরণ ও তালিমে হামলাসহ ইতোমধ্যে শতাধিক স্থানে পর্দানশিন নারীদের ওপর হামলা চালিয়েছে বিএনপি যুবদল সন্ত্রাসীরা। যারা মা-বোনদের সম্মান দিতে পারে না, তারা কখনো দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

সংবাদমাধ্যম ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, উদ্বেগের বিষয় হলো, এক দিনে ছয়টি স্থানে নারীদের ওপর এমন পরিকল্পিত হামলা চললেও মূলধারার সংবাদমাধ্যমগুলোর রহস্যজনক নীরবতা এবং প্রশাসনের নির্লিপ্ততা আমাদের স্তম্ভিত করেছে। সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নারী নির্যাতনের রাজনীতি এ দেশের ছাত্রসমাজ বরদাস্ত করবে না। হিজাব ও পর্দানশিন নারীদের ওপর এই বর্বরোচিত হামলা আমাদের জাতীয় মূল্যবোধের মূলে কুঠারাঘাত। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

তারা বলেন, আমরা অনতিবিলম্বে লালমনিরহাটের হিজাব অবমাননাকারী সন্ত্রাসীসহ সব হামলাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা