বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিএনপিতে নির্বাচনী আমেজ ফিরে এলো ১০ বছর পরে

বিএনপিতে নির্বাচনী আমেজ ফিরে এলো ১০ বছর পরে

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করেছে বিএনপি।

বিএনপির পল্টন কার্যালয়ে সকাল থেকে দল বেঁধে মনোনয়নপ্রত্যাশীরা যেতে শুরু করেন।

বিবিসি বাংলার খবরে বলা হয় , বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়া এসব মানুষের মধ্যে অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক আনাগোনার কারণে দুপুরের দিকে ওই এলাকায় কিছুটা যানজটেরও সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। ছবি: প্রিয়.কম

এবার ১০ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে বিএনপি।

বাংলাদেশে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে শেষবার অংশগ্রহণ করেছিল তারা। ওই নির্বাচনে ৩০টি আসনে জয়লাভ করে দলটি।

২০১৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।

আলোকিত সিরাজগঞ্জ