রোববার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

আশঙ্কামুক্ত নানক: পরানো হলো রিং

আশঙ্কামুক্ত নানক: পরানো হলো রিং

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের রিং বসানো সম্পন্ন হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সকাল সাড়ে ১০ টায় হঠাৎ বুকে ব্যথা হলে তাকে রাজধানী ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিক ডাক্তারা রিং বসানোর সিদ্ধান্ত নেন। জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী মোহাম্মদ বিপ্লব  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর কবির নানকের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে দুটি ব্লক ধরা পড়লে হৃদরোগে বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান ও লুৎফর রহমানের তত্ত্বাবধানে রিং বসানো হয়। ২৪ ঘণ্টা অবজারভেশনে সিসিইউ-১ এ রাখা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: