• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার ভিডিও ভাইরাল

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এর আগে শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে তিনি এ বক্তব্য দেন।

২২ সেকেন্ডের সেই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে চানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এরা রক্ত পিপাসু। বাংলার জনগণই এদের বিচার করবে।

এ বিষয়ে জানতে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে আওয়ামী লীগ। কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজশাহীতে চাঁদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামীলীগ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ