মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সকল সেবা বন্ধ করে উল্লাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

সকল সেবা বন্ধ করে উল্লাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা হতে অফিসের মুল গেটে তালা লাগিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদান সহ পেনশন চালুর লক্ষে অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচি পালনকালে এ্যাসোসিয়েশনের সভাপতি আলী আহমদ রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম, পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী সাফিউল কবীর, হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান ভুঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, হিসাবরক্ষক শ্রীকান্ত বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মারুফ হোসেন, বাজার পরিদর্শক আমিনুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্বাস উদ্দিন, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, করনির্ধারক শহিদুল ইসলাম, কর আদায়কারী মোযাহারুল ইসলাম, উচ্চমান সহকারী আনিছ লোহানী, সার্ভেয়ার সেলিম রেজা প্রমুখ।

বক্তারা সভায় এক দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।

আলোকিত সিরাজগঞ্জ