বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কামারখন্দে সড়ক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জরিমানা

কামারখন্দে সড়ক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জরিমানা

সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার উপর বালুর সঞ্চালন পাইপ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাব ঠিকাদারের প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ঝাটিবেলাই বাজারে অভিযান পরিচালনা করে সাব ঠিকাদারের প্রতিনিধি ইউসুফ আলীকে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন।

দন্ডপ্রাপ্ত ইউসুফ আলী জেলার শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন জানান, ফুলজোড় নদী খননের উত্তোলিত বালু রাস্তা উপর দিয়ে পার করে রাস্তার অন্য পাশে স্তুপ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তার উপর দিয়ে বালুর সঞ্চালন পাইপ বসানো হয়। এতে এই সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সাব ঠিকাদারের প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে রাস্তার ওপর থেকে পাইপ অপসারণের নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ: