বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরের ব্রিজ পার হতে মই লাগে!

শাহজাদপুরের ব্রিজ পার হতে মই লাগে!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রিজ পারাপার হতে মই ব্যবহার করছে পথচারী। মানুষের চলাচলের সুবিধার জন্য যে ব্রিজ তৈরি করা হয়েছে তা আজ জনদুর্ভোগ পরিণত হয়েছে।

এলাকাবাসীর তথ্য উপর ভিত্তি করে পযবেক্ষন করে দেখা যায় পুরাপুরি অকেজো ব্রিজটি ঝুকি নিয়ে মই দিয়ে পারাপার হচ্ছে সাধারণত মানুষ। শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ঘোনাপাড়া গ্রামের মোহন মাস্টারের বাড়ির পাশে খালের ওপর ৩৮ লাখ টাকা ব্যয়ে ৩ বছর আগে নির্মাণ করা হয় একটি কংক্রিট ব্রিজ। কতটা অপরিকল্পিত ভাবে তৈরি হলে এমন হতে পারে যেখানে ব্রিজের দু পারে কোন মাটিতে ভরাট করা হয়নি।সেই থেকে গত ৩ বছরেও এ পরিত্যক্ত সেতুটির দুপাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। বর্তমানে এই সেতুতে উঠতে মই লাগে। এলাকাবাসীর প্রানের দাবি দ্রুত ব্রিজটির সাথে সংযোগ সড়ক স্থাপন করে ব্রিজটি ব্যবহার উপযোগী করে তুলে জনসাধারণের যোগাযোগের উপযুক্ত করা হোক।

আলোকিত সিরাজগঞ্জ