মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শাহজাদপুর : লাম্পি স্কিন ডিজিজ নিয়ে সচেতনতামূলক সেমিনার

শাহজাদপুর : লাম্পি স্কিন ডিজিজ নিয়ে সচেতনতামূলক সেমিনার

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শাহজাদপুরের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজের ওপর জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পোতাজিয়া গ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার।তিনি বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর একটি ভাইরাসজনিত রোগ। টিকার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। যেহেতু মশা, মাছি, আঠালি দ্বারা অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণীতে ছড়ায়। তাই খামারে মশা, মাছি দূর করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।

সেমিনারে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জের ডিটিও ডা. মো. হাবিবুর রহমান, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মো. শহিদ আলী প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ