মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চৌহালীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও সহায়তা বিতরণে ডিসি

চৌহালীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও সহায়তা বিতরণে ডিসি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নদী বন্যা ও নদী ভাঙ্গনে বিধ্বস্ত ৩৩২ পরিবারকে এ সহায়তা তুলে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, ওসি হারুন অর রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া।

এসময় নদী ভাঙ্গন ভিটা মাটি হারানো ৬৬ পরিবারের প্রত্যেকে পঞ্চাশ হাজার করে টাকা প্রদান করা হয়। আর নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭২ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। পরে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ উপজেলার আগসিমুলিয় আশ্রায়ন কেন্দ্র ও বন্যা কবলিত ও নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।

আলোকিত সিরাজগঞ্জ