বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত গ্রেফতার

শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতির সময় রবিবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্র সহ ৪ ডাকাতকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায়, গত রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে এস আই পিযুষ ও এস আই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পোরজনা ইউনিয়নের বায়ইকোলা ব্রীজের উপর থেকে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭/৮ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল- উপজেলার চর বাচরা গ্রামের মো. আলতাফ শেখ (৪৯), মো. হায়দার আলী (৫০), চরকাদাই গ্রামের মো. মানিক (১৯) ও চর জামিরতা গ্রামের মো. রফিক মোল্লা (৪৭)। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আটককৃত ডাকাতদের কাছ থেকে পলাতক ডাকাত সদস্যদের নাম ঠিকানা সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

এদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। ৪ ডাকাত সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত ডাকাতদের শাহজাদপুর কোর্টের মাধ্যমে  জেলহাজতে পাঠানো হয়েছে।  

আলোকিত সিরাজগঞ্জ