বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ প্রতিষ্ঠানে জরিমানা

রায়গঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ প্রতিষ্ঠানে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ২ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার  বিকাল ৩ টায় উপজেলার বাঁকাই গ্রামে ট্রাইস্টার রিনিউয়েবল এনার্জি পাইরোলইসিস কারখানাকে ১ লক্ষ টাকা ও কে.এম বি. ব্রিক্স ৮০ হাজার টাকা জরিমানা করেছে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট তৃপ্তি কণা মন্ডল।

ট্রাইস্টার রিনিউয়েবল এনার্জি পাইরোলইসিস কারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না করে বাইপাসের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫/সংশোধিত ২০১০ এর ধারা ৬/গ এবং দন্ড ১৫/১/৬ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের মালিক মোঃ স্বপন সেখ (২২) পিতা- আব্দুল্লাহ সেখ এর কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে উপজেলা নিমগাছি এলাকায় মৃত হাজী রুস্তম আলী পুত্র কে.এম.বি ব্রিক্স এর মালিক মোঃ আবদুল কুদ্দুস (৪৪) কে ইটপ্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ ধারা ৮ এবং দন্ড ১৮ মোতাবেক ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন রায়গঞ্জ থানা পুলিশ ও সিনিয়র ক্যামিস্ট মাসুদ রানা, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের কার্যালয়, বগুড়া। 

আলোকিত সিরাজগঞ্জ