মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কাজিপুরে আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ

কাজিপুরে আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ

কাজিপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রবি ২০২১-২২ মৌসুমে ২’দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে। নভেম্বর (২৪ ও ২৫) তারিখ এ কৃষক প্রশিক্ষণ চলবে।

উপজেলা বিএডিসি’র কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিত রায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, রেজাউল করিম প্রমূখ।

আলোকিত সিরাজগঞ্জ