মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু-১০০ ধান’ পরীক্ষামুলক চাষে বিনামুল্যে বীজ বিতরন

‘বঙ্গবন্ধু-১০০ ধান’ পরীক্ষামুলক চাষে বিনামুল্যে বীজ বিতরন

সিরাজগঞ্জের চৌহালীতে প্রথম বারের মত উচ্চ জিংকসমৃদ্ধ ‘বঙ্গবন্ধু-১০০’ধানের বীজ পরীক্ষা মুলক চাষের জন্য বিনামুল্যে বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্তকর্তা জেরিন আহাম্মেদের নিজস্ব উদ্যোগে খাষকাউলিয়ার কৃষক রবিউল ইসলামের হাতে ৩ কেজি বীজ তুলে দেয়া হয়।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহাম্মেদ জানান, এটি উচ্চ জিংকসমৃদ্ধ ধানের জাত। আধুনিক উফশী ধানের বৈশিষ্ট্যসংবলিত এ ধান সোনালি রঙের, চাল মাঝারি চিকন ও সাদা। এতে জিংকের পরিমাণ রয়েছে প্রতি কেজিতে ২৫.৭ মিলিগ্রাম, যা জিংকের অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। ‘বঙ্গবন্ধু ধান ১০০’-এর পূর্ণবয়স্ক গাছের উচ্চতা ১০১ সেন্টিমিটার। জীবনকাল ১৪৮ দিন এবং গড় ফলন হেক্টরপ্রতি ৭.৭ টন। তবে উপযুক্ত পরিচর্যা ও অনুকুল পরিবেশে প্রতি হেক্টরে ৮.৮ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। আশা করছি এ ধান চাষে চৌহালীর কৃষক ভাল ফলাফল পাবে।

আলোকিত সিরাজগঞ্জ