মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তাড়াশে বোরো আবাদে রেকর্ড

তাড়াশে বোরো আবাদে রেকর্ড

চলনবিল অধুষ্যিত তাড়াশে চলতি লক্ষ্যমাত্রার অতিরিক্ত ২ হাজার হেক্টর  জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইতিমধ্যেই বিল পাড়ের সকল ফসলী মাঠ সবুজে ভরে উঠেছে ।

কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলনবিলের তাড়াশ  ৮টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায়  আগাম জাতের বোরো ধান নিড়ানোর কাজ চলছে। এ বছর তাড়াশে ২৩ হাজার  হেক্টর জমিতে বোরো লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার অতিরিক্ত প্রায় ২ হাজার হেক্টর জমিতে  বিভিন্ন জাতের ধানের  আবাদ করা হয়েছে। যেমনঃ মিনিকেট, ব্রি আর ২৯, ব্রি আর ২৮, ব্রি আর নাটোর এবং হাইব্রীড জাতের  ধান আগাম জাতের ধান । 
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, খাদ্য শস্য ভান্ডারখ্যাত তাড়াশে এ বছর সর্বোচ্চ পরিমাণ প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করার রেকর্ড হয়েছে। ধারণা করা হচ্ছে এ বছরও লক্ষ্যমাত্রার অতিরিক্ত খাদ্য শস্য উৎপাদন হবে।

আলোকিত সিরাজগঞ্জ