মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তাড়াশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মাসব্যাপী মাস্ক বিতরণ

তাড়াশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মাসব্যাপী মাস্ক বিতরণ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সিরাজগঞ্জের তাড়াশে আট ইউনিয়নের ১৮টি গুরুত্বপূর্ণ বাজারে মাস্ক বিতরণ ও করোনা নিয়ে জনসচেতনতা মূলক কার্যক্রম করে চলছেন তাড়াশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ মে) বিকালে উপজেলার পৌরবাজারে মাস্ক বিতরণ ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতার মাধ্যমে শেষ হয় মাসব্যাপী কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডা: ইউফুব আলী, সাধারণ সম্পাদক ড. নাদিম আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন মামুন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ্, সদস্য আবু তালহা প্রমূখ।

সংগঠনের সভাপতি ডা: ইউসুব আলী বলেন, আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব কে. এম. আব্দুস সালাম ও শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের লেকচারার ডাঃ মাসুদ রানা বাদল এর সহায়তায় মাস্ক বিতরণ করা হয়।

একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সমন্বয়ে প্রায় চারশত কর্মী নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বৃক্ষরোপণ, রক্তদান, ভর্তিসেবা, তথ্যসেবা, বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন সহ বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে অত্র এলাকায় ব্যাপক সারা ফেলেছে সংগঠনটি।

আলোকিত সিরাজগঞ্জ