মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে দেনা-পাওনা নিয়ে কোন্দল, অস্ত্রসহ গ্রেফতার ৪

শাহজাদপুরে দেনা-পাওনা নিয়ে কোন্দল, অস্ত্রসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেনা-পাওনা কেন্দ্র করে দুই পক্ষের কোন্দলে থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় শাহজাদপুর পৌরসদরের রুপপুর গ্রামে দেনা-পাওনাকে কেন্দ্র করে মহির কসাই ও বক্কার কসাই দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ ও এসআই কাঞ্চন কুমার ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের মো. মঞ্জু প্রামাণিকের পুত্র মো. রাসেল প্রামাণিক (১৯) ও মৃত সানোয়ার সেখের পুত্র মো. সাকিব শেখ (১৯) এবং উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের মৃত মেহের আলীর পুত্র মো. সামিউল হোসেন (২০) ও মো. বকশো প্রামাণিকের পুত্র মো. স্বপন প্রামানিক (১৯)। সোমবার (১৯ এপ্রিল) সকালে আসামিদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের ধারায় শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের মহির কসাই ও পৌর এলাকার রূপপুর গ্রামের বক্কার কসাই এর মধ্যে অর্থ লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে

আমরা ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে নিয়ে আসি।

আলোকিত সিরাজগঞ্জ