বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুলিশ সুপারের আর্থিক সহযোগীতায় শাহিনুরের মেডিকেলে ভর্তির সুযোগ

পুলিশ সুপারের আর্থিক সহযোগীতায় শাহিনুরের মেডিকেলে ভর্তির সুযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের দরিদ্র কৃষক খলিলুর রহমানের ছেলে শাহিনুর আলম ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারছিল না। সে অবশেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে মেডিকেল ভর্তির আর্থিক সহযোগীতা পেলো। ‘মানুষ মানুষের জন্য’ এমন সত্য প্রবাদটি বাস্তবায়ন করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহিনুর আলম ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় লেখাপড়ার জন্য সুযোগ পায়। কিন্তু বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় ভর্তির ফ্রী জমা দিতে পারছিল না মর্মে সামাজিক যোগাযোগের মাধ্যমে সহযোগীতা চায়।

এ সহযোগীতার স্ট্যাটাসটি ভাইরাল হলে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম’র দৃষ্টিগোচর হয়। তার নির্দেশনায় সিরাজগঞ্জ পুলিশ সুপার শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মেডিকেল ভর্তির সম্পূর্ণ খরচ প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম সিদ্দিকী, উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাসসহ অনান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ