মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তাড়াশে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন

তাড়াশে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পের মাধ্যমে করোনা টিকা দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তালম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা টিকা দেওয়ার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ-জামান।

ওই অনুষ্ঠানে কোভিড-১৯ টিকাদান কার্ডের মাধ্যামে স্থানীয় মুরব্বী গোলজার হোসেন প্রথম টিকা গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের ইপিআই কর্মকর্তা আব্দুল মান্নান সহ অত্র ইউনিয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যান এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীগণ।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জামাল মিয়া শোভন বলেন, স্বাস্থ্য বিভাগ এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পের মাধ্যমে সাধানণ জনগণের দোরগোড়ায় করোনা টিকা পৌছে দেয়ার লক্ষ্যে ওই করোনা টিকাদান কার্যক্রম চালু করা হয়েছ্।ে এ কার্যক্রম উপজেলার ৮ ইউনিয়নে অব্যহত থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ